মমতা বন্দ্যোপধ্যায় - Latest News on মমতা বন্দ্যোপধ্যায় | Breaking News in Bengali on 24ghanta.com
জঙ্গলমহলে সরকারের সাফল্য দেখাতেই ব্যস্ত থাকলেন মমতা

জঙ্গলমহলে সরকারের সাফল্য দেখাতেই ব্যস্ত থাকলেন মমতা

Last Updated: Monday, July 8, 2013, 23:11

জঙ্গলমহলের প্রতিটি সফরেই সরকারের সাফল্য তুলে ধরতে তত্‍পর হয়েছেন মুখ্যমন্ত্রী। কখনও আমলাদের ডেকে, আবার কখনও নিজের মুখেই একের পর এক দাবি করেছেন। আজও তার ব্যতিক্রম হল না। দাবি করলেন, জঙ্গলমহলে পনেরো হাজারেরও বেশি যুবক-যুবতীকে পুলিসের চাকরিতে নিয়োগ করা হয়েছে। একশ দিনের কাজে একশ দিনই কাজ পেয়েছে পঁচিশ হাজার পরিবার। আরটিআই-এ পাওয়া তথ্যে দেখা যাচ্ছে জঙ্গলমহল নিয়ে মুখ্যমন্ত্রী দেওয়া অধিকাংশ তথ্য মিলছে না।